বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ি চাপায় মটর সাইকেল আরোহী পল্লী চিকিৎসকের মৃত্যু
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ শনিবার সকাল পৌনে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় মহা সড়কের উল্টোপথ ধরে এক মটর সাইকেল আরোহী আবুল খায়ের নামের এক পল্লী চিকিৎসকে ঢাকা মুখী যাওয়ার পথে অজ্ঞাত এক বিপরীত দিক থেকে ছেড়ে আসা গাড়ি চাপা দিলে মারাত্মক ভাবে আহত হয়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীনে তিনি মৃত্যুবরন করেন ।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সার্জেন্ট মামুনুর রশিদ জানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় সকাল পৌনে নয়টায় মটর সাইকেল যোগে মহাসড়কের উল্টোপথ ধরে ঢাকার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা গাড়ি চাপা দিলে মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা আহত পল্লী চিকিৎসক ্আবূল খায়েরকে উদ্ধার করে চান্দিনা উ্পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । চিকিৎসাধীনে সকাল ১০টায় তিনি মারা যান । নিহত পল্লী চিকিৎসক আবুল খায়ের চান্দিনা উপজেলার হারিকুলা গ্রামের মৃত আব্দুস সোবহান ফকিরের ছেলে