কুমিল্লায় ২হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক
মারুফ আহমেদঃ কুমিল্লায় ২হাজার পিছ ইয়াবাসহ লিখন প্রধান (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা দোয়েল চত্বরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সোমবার রাত ১২টার কুমিল্লা ডিবি পুলিশের এসআই ইকতিয়ার উদ্দিন,এসআই পরিমল চন্দ্র দাস, এসআই অসীম রায় সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা যাওয়ার রাস্তার মাথায় দোয়েল চত্বরের সামনে পাকা রাস্তার উপর গাড়ির জন্য অপেক্ষাকৃত সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাসি চালায়। এ সময় তার কাছ থেকে আমদানি নিশিদ্ধ ২হাজার পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটকৃত যুবক লিখন প্রধান নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝাউচর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।