কুমিল্লায় লাল সবুজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় লাল সবুজ উন্নয়ন সংঘের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত সামাজিক এ সংগঠনটি সন্ত্রাস জঙ্গী, বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। শনিবার রাতে নগরীর ইয়াম্মী পার্টি সেন্টারে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভূইয়া।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি, কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সংগঠনের উপদেষ্টা মোঃ মহসিন মিয়া, মোক্তার হোসেন, খোরশেদ আলম, কুমিল্লা কর্মাস কলেজের অধ্যক্ষ মাসুদ, মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ রায়পুর শাখার অধ্যক্ষ মু. ওমর ফারুক, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, কুমিল্লা দক্ষিন জেলা শাখার সভাপতি এম,আনোয়ার মজুমদার (বাঁধন) সাধারণ সম্পাদক সোহরাব সজীব। অনুষ্ঠান স ালনা করেন জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাওন।