কুমিল্লায় বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে চালক নিহত
ডেস্ক রিপোর্টঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার অাগাতা ফিড ফ্যাক্টরি সামনে ট্রাক্টর ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক হেলাল নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের থেকে জানা যায়,রবিবার(১৬ জুন) দুপুর পৌনে ১ টায় অাগাতা ফিড থেকে অাসার সময় পূর্ব দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক হেলাল গুরুতর অাহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ট্রাক চালকের বাড়ি চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যেতা নিশ্চিত করেছেন।