কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ পণ্য বিক্রিতে জরিমানা
লিটন সরকার বাদলঃ মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা ও বিএসটিআই অনুমোদন বিহীন পণ্য বিক্রির দায়ে দাউদকান্দির গৌরীপুর বাজারের বিভিন্ন মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই অনুমোদন বিহীন পন্যের রাখার দায়ে চারটি মুদি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ সাইদুর ইসলাম, দাউদকান্দি মডেল থানার সহকারী সব ইন্সপেক্টর মোঃ আমির হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংশ করা হয়।