দাউদকান্দিতে ২৫ কেজি গাজাসহ মহিলা গ্রেপ্তার
লিটন সরকার বাদলঃ ০২ জুলাই ১৯ মঙ্গলবার ৯টার দিকে দাউদকান্দি উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাজীপুর ফায়ার সার্ভিসের সামনে থেকে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ ২৫ কেজি গাজাসহ গাজা ব্যবসায়ী নয়ন তারা বেগম গ্রেপ্তার।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে পিএসআই মোঃ মাহফুজের রহমান সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গাজীপুর ফায়ার সার্ভিসের সামনে থেকে ঢাকা গামী রয়েল কোর্স এসি বাসে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৬টি ভান্ডেলের মধ্যে রাখা ২৫ কেজি গাজাসহ গাজা ব্যবসায়ী নয়ন তারা (৪০) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গাজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিন তেতাভূমি গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী নয়নতারা (৪০)। এ ব্যপারে হাইওয়ের পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেন।