মুরাদনগর নূরুন্নাহার উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাহফুজুর রহমানঃ ‘‘গুজব শুনবনা গুজবে কান দিবনা’’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, সম্প্রতিক সময়ে একটি কুচক্রিমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে, পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে তা না হলে পদ্মাসেতুর পিলার বসবে না। এটা সম্পূর্ণ গুজব। এইসব গুজবে কেউ কান দিবেন না। কেউ যদি এ ধরনের মিথ্যা গুজব ছড়ায় তাহলে আপনারা সেই গুজব কারিকে আইন-শৃঙ্খলাহিনীর হাতে তুলে দিন।
নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এএমএম মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য আক্তার হোসেন মেম্বার, মাজহারুল ইসলাম সোহগ, হাবিবুর রহমান সহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।