বুড়িচংয়ে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও দুষিত খাদ্যপন্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে উপজেলার আরাগ আনন্দপুর রোডের মেহেদী বেকারি নামের একটি প্রতিষ্ঠান কে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় খাদ্য পন্য তৈরীর এ প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি মেয়াদ উত্তির্ন ও মানহীন খাদ্য সামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুড়িচং থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সার্বিকভাবে সহায়তা করে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, ভেজাল ও মানহীন দুষিত খাদ্য উৎপাদনকারীরা দেশ ও মানুষের শত্রু। এসব অপরিচ্ছন্ন খাদ্য মানবদেহের ব্যাপক ক্ষতি সহ নানান জটিল রোগের সৃষ্টি করে। বুড়িচং উপজেলা প্রশাসন ভেজাল খাদ্য উৎপাদন রোধে বদ্ধপরিকর। ভবিষ্যতেও উপজেলার সকল এলাকায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।