কুমিল্লার আদালতে ছুরি নিয়ে প্রবেশ, আটক ১
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার আদালত প্রাঙ্গণে ছুরিসহ প্রবেশের সময় রোজিনা নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটেছে।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, সম্প্রতি কুমিল্লার আদালতে একটি হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ আদালত প্রাঙ্গণে প্রবেশকালে তল্লাশি চালিয়ে ওই নারীর ব্যাগে একটি ছোরা পাওয়ায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বিয়ের কাবিন সংগ্রহের জন্য আদালতে আসেন।
উল্লেখ্য, গত জুলাই মাসে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের খাস কামরায় ঢুকে ফারুক নামের এক আসামিকে টেবিলের ওপর শুইয়ে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে হাসান নামের আরেক আসামি। ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের অহিদ উল্লাহর ছেলে। হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে।
সূত্রঃ বাংলা ট্রিবিউন