গোমতির চরের ৫ কৃষক পরিবারের ভাগ্য লন্ডভন্ড করে দিল পাগল
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সদর উপজেলার কাছিয়াতলী এলাকায় গোমতীর চরে ইউসুফ (৪৫) নামে এক পাগলের আক্রমনে ৫ পরিবারের আবাদ করা প্রায় ৫ একরের সবজি ক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান ৫ লক্ষাধীক টাকা।
ক্ষতিগ্রস্থ কৃষকদে সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের কাছিয়াতলী এলাকায় গোমতীর চরে স্থানীয় কৃষক জাহাংঙ্গীর আলম, রুবেল মিয়া, ভুলু মিয়া, শাহ্ আলম মিয়া, জহির মিয়া জমিতে করলা,শসা,মুলাসহ বিভিন্ন শাক-সবজির চাষাবাদ করে। গত বৃহস্পতিবার সন্ধার পর থেকে ইউসুফ নামের ওই পাগল জমিতে গিয়ে সারা রাত ধরে উল্লেখিত চাষিদের উৎপাদিত ফসলের ক্ষেতে আক্রমন করে ধারালো দা দিয়ে সবজি গাছ কেটে লন্ডভন্ড করে দেয়। গতকাল শক্রবার ভোরে যখন কৃষকরা তাদের জমিতে সব্জিক্ষেত পরিচর্যার জন্য যায়,তখনও ওই পাগল ব্যস্ত ছিল সব্জির গাছগুলো কাটার। এদৃশ্য দেখে কৃষকরা একত্রিত হয়ে পাগলকে আটক করে। এসময় পাগল ইউসুফকে সবজি গাছ কাটার কারণ জানতে চাইলে সে জানায় তার কাছে ভাল লাগছে তাই কাটছে। পাগল ইউসুফ পাশ্ববর্তী বুড়িচং উপজেলার গুণপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। ক্ষতিগ্রস্থ কৃষকরা ইউসুফের বিষয়টি নিশ্চিত হয়ে পরে তার বাড়িতে পৌছে দেয়।