বুড়িচংয়ে ২টি চোরাই সিএনজি গাড়ি উদ্ধার : গ্রেফতার ২
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে চুরি হওয়া ২ টি সিএনজি গাড়ি উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ। এসময় গোপন সংবাদ ভিত্তিতে থানা পুলিশ ২জনকে গ্রেফতার করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার এস আই মো: ইয়াছিন মিয়া ও এ এস আই মো : সজিব হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর বিকেলে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে চোরাই চক্রের মূলহুতা ব্রাম্মনপাড়া উপজেলার সিমান্তবর্তী শশীদল পিতা ঝারু মিয়ার ছেলে মো: শাহজাহান রবির কাছ থেকে ক্রয়কৃত ২ টি চোরাই সিএনজি বুড়িচং উত্তর বাজার ও জগতপুর রাস্তার মোড় থেকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরোদ্ধে থানায় একটি মামলা দায়ের করে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বুড়িচং উপজেলার জগতপুর দক্ষিন পাড়ার গোলাম নবীর বাড়ির মৃত কাইয়ূমের ছেলে মো: শিমূল (২৪), অপরজন হল একই উপজেলার জগতপুর পশ্চিম পাড়ার খোকন চেয়ারম্যানের বাড়ি মৃত বাবুল মিয়ার ছেলে মো: মিশর (২৪)। উদ্ধারকৃত চোরাই সিএনজির আসামী মিশরের পরিবার সূত্রে জানা যায় তারা শিমূলের মাধ্যমে গত ০২-১০-২০১৭ ইং তারিখে চোরাই চক্রের গং মো: শাহ জাহার রবির কাছ থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে একটি ক্রয় করেন এবং শিমূলসহ শাহজাহানের কাছ থেকে আরেকটি সিএনজি ক্রয় করেন। শিমূলের সম্পর্কে চোরাই চক্রের গং শাহজাহান দুলাভাই লাগে বলে জানা যায়। গোপন এক অনুসন্ধানে জানা যায় পলাতক আসামী চোরাই চক্রের গং মো: শাহজাহান রবি বিভিন্ন জেলা থেকে সিএনজি, অটোরিক্সা চুরি করে এনে বিক্রয় করে আসছে। এছাড়াও গত ৫-১০-২০১৭ ইং তারিখে ব্রাহ্মণপাড়ার উদ্ধারকৃত ৪ টি সিএনজি চোরাই চক্রের গং মো: শাহজাহানের বলে জানা যায়। এব্যাপারে বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মনোজ কুমার দে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই চোরাইকৃতর সাথে যারা জড়িত আছেন তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।