চৌদ্দগ্রামে হাজার বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর আমজাদের বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গত সোমবার রাতে জাহাঙ্গীর আলম নামের এক মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে চটের বস্তায় রক্ষিত ভারতীয় নিষিদ্ধ ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত ১০টা ৪০ মিনিটে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস. আই মো: ইব্রাহিম খলিল, এস আই মোক্তল হোসেন, এ এস আই রোকনুজ্জামান, এস এস আই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমপাশে দূর্গাপুর আমজাদের বাজার সংলগ্ন ব্রিজের উপরে এক ব্যক্তির বহন করা ৪টি চটের বস্তা তল্লাশি করে ১হাজার বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে।
এসময় বস্তা বহনকারী মাদক ব্যবসায়ী জেলার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত মো: ছেরু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)কে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনের চৌদ্দগ্রাম থানায় সোমবার একটি মামলা দায়ের করে। পুলিশ আটক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।