কুমিল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি প্রদান
ডেস্ক রিপোর্টঃ ৫ দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এর মাধ্যমে এ স্মারকলিপি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি তুলে দেয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দের সাথে কথা বলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও জেলা প্রশাসক আবুল ফজল মীর।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ তাদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলাম ধর্মনিয়ে নৈরাজ্য সৃষ্টি কারিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছে। সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দের কথা শুনে মহানবী (সঃ) কে নিয়ে যারা কটুক্তি করেছে তাদের বিষয়ে সরকার ও প্রশাসন ব্যবস্থ নিয়েছে বলে জানান এবং তাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেয়ার আশ্বাস দেন। এমপি বাহার বলেন ধর্মীয় বিষয় নিয়ে কেউ যাতে দেশের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দকে লক্ষ রাখার জন্য বলেন। জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন যারা ধর্মীয় বিশৃংখলা সৃষ্টি করছে তাদের বিষয়ে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে, এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাইজার মোহাম্মদ ফারাবী, রাজস্ব মইন উদ্দিন।
স্মারকলিপি প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সভাপতি মাওলানা মোঃ তৈয়ব, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর এর সভাপতি এম এম বেলাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা মাসুদ আহমাদ ইকরা, সাধারণ সম্পাদক মাওলানা নূর হোসেন, মহানগর শাখার সাধারন সম্পাদক মাওলানা এনামুল হক মজুমদার, উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা নাজির আহাম্মেদ ফাহিম, ইসলামী শ্বাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তর জেলার সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ।