কুমিল্লার এমপি সেলিমা আহমাদ প্যানেল স্পিকার হিসেবে মনোনীত

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়েছে (৭ নভেম্বর) বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টায়। এর আগে কার্য উপদেষ্ঠা কমিটির বৈঠকে অধিবেশন পরিচালনার জন্য কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার-ডেপুটি স্পিকারের বাইরে ৫ জন প্যানেল সভাপতি মনোনিত করা হয়। প্যানেল সভাপতিরা হলেন-সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, জিল্লুল হাকিম, কাজী ফিরোজ রশীদ ও সেলিমা আহমেদ

অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ্যতা অনুযায়ী ৫ জন প্যানেল সভাপতিরা (যার নাম আগে থাকে) তিনি স্পিকারের চেয়ারে বসে সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়।

আরো পড়ুন