ব্রাহ্মণপাড়ার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ব্যাক্তি কারাগারে
মো.জাকির হোসেনঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম দিয়ে অ’বৈধভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা এক ব্যাক্তিকে গ্রে’প্তার করে থানা পুলিশের মাধ্যেেম কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, শশীদল বিওপি’র হাবিলদার মোঃ আবদুল লতিফ ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়নপুর গ্রাম দিয়ে ত্রিপুরা থেকে আসা এক ব্যাক্তিকে আটক করে। তার কাছে কোন পাসপোর্ট ও ভারতীয় ভিসা কেন নেই জানতে চাওয়া হলে সে কোন সদুত্তর দিতে পারেনি।
আটককৃত ব্যাক্তি শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী গ্রামের মৃত আলী আজগরের ছেলে মোঃ বাবুল হোসেন(২৮)। বিজিবি সদস্যরা তাকে থানায় নিয়ে এলে থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১৮ সালের মা’দকের একটি মামলা বিচারাধীন রয়েছে। হাবিলদার আবদুল লতিফ বাদী হয়ে অবৈধ অ’নুপ্রবেশের কারনে বাংলাদেশ (কন্ট্রোল অব এন্ট্রি) এ্যাক্ট ১৯৫২ এর ৪ ধারায় আটককৃত ব্যাক্তিকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।
থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ সত্যতা নিশ্চিত করেছেন।