ব্রাহ্মণপাড়ায় অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আশিকুর রহমানঃ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক। এই কারণেই তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। গতকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা করিমপুর আশ্রমের গরিব অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মতিন খসরু এমপি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরপরই কৃষককে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হয়েছে। কৃষকের জন্য ভর্তুকি দিয়েছে। কারণ তিনি জানেন কৃষক বাঁচলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে। পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই গুজব উঠেছিল এখানে দুর্নীতি হচ্ছে। অথচ বাংলাদেশের নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার রহস্য বিশ্ববাসী এখন আগ্রহের সঙ্গে জানতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, চান্দলা ইউপি চেয়ারম্যান মো. মোস্তবা আলী শাহীন, শশীদল ইউপির সাবেক চেয়ারম্যান সুলতান আহাম্মেদ, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মো. আবু সাইদ, চান্দলা ইউপি সদস্য কুনু মিয়া, মহিলা ইউপি সদস্য সৈয়দা আফিয়া সুলতানা, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক অপু খান চৌধুরী, সদস্য সাংবাদিক বিল্লাল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।