কুমিল্লার রাজগঞ্জ বাজার ও নববর্ষের মাছের মেলা বন্ধ ঘোষণা

কুমিল্লার সর্ববৃহ রাজগঞ্জ বাজার সোমবার দুপুর ২ টা থেকে বুধবার সকাল ৮ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন । নববর্ষ উপলেক্ষে দেশের সর্ব বৃহৎ মাছের মেলাও স্থগিত করা হয়েছে। কোন প্রকার বাজার কিংবা মাছের মেলা বসালে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

করোনা ভাইরাস প্রতিরোধে মাছের মেলা নামে জনসমাগম বন্ধে এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজগঞ্জ বাজার ইজারাদার জয়নাল আবেদীন জানান, সিটি কর্পোরেশনের নির্দেশে ১৫ তারিখ সকাল ৮টা পর্যন্ত রাজগঞ্জ বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ বাস্তবায়নের জন্য সব দোকানদারকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিশেষ করে মাছের আড়ৎ ও যারা মেলা বসাবে তাদের আমরা বার বার সতর্ক করেছি যেন কোন প্রকার দোকান না বসে ।

উল্লেখ্য কুমিল্লা রাজগঞ্জ বাজারে প্রতিবছর নববর্ষে মাছের মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতারা আসে । দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

আরো পড়ুন