ব্রাহ্মণপাড়ায় করোনায় আক্রান্ত এক যুবক শনাক্ত, বাড়ি লকডাউন
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় করোনা ভাইরাস আক্রন্ত সুমন মিয়া নামের এক যুবক শনাক্ত হয়েছে এবং তার বাড়ি সহ আশেপাশের তিনটি বাড়ি লক ডাউন করা হয়েছে । আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন।
করোনা আক্রান্ত সুমন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের ভুইয়া বাড়ির দুলাল মিয়া ভুইয়ার ছেলে। সে ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলো এবং ঢাকা কোনাপাড়া স্টাফ কোয়াটারে দীর্ঘদিন যাবত বসবাস করতো। সে গত ১০ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসে।
পরে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ১১ এপ্রিল সুমন মিয়ার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর কেন্দ্রে পাঠালে গতকাল ১৪ এপ্রিল দুপুরে নমুনার ফল এলে সে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। পরে প্রশাসন টাকই ভূইয়া বাড়ি লকডাউন করে এলাকাবাসীকে নিজ নিজ ঘরে অবস্থান করার আহবান জানান।