কুমিল্লা গৌরীপুরে লাইফ হসপিটালে সিলগালা
নিজস্ব প্রতিবেদকঃ গৌরীপুর লাইফ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সরকারী অনুমোদন না থাকায় হাসপাতালটি সিলগালা করে দিয়েছে মোবাইল কোর্ট। দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ মোঃ শাহীণূর আলম সুমন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে হাসপাতালটি সিলগালা করা হয়।
উল্লেখ্য উক্ত হাসপাতালে ডাঃ শেখ হোসনে আরা পেটে সন্তান রেখেই সিজারীয়ান অপারেশন সমাপ্ত করেন। এ খবরটি বুধবার জাতীয় সংবাদ মাধ্যম ও টেলিভিশনে গুরুত্ব সহকারে প্রকাশ হলে প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত ডাঃ শেখ হোসনে আরাকে প্রাথমিক ভাবে শোকজ করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যদের তদন্ত কমিটি। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।