কুমিল্লার দাউদকান্দি অংশে মহাসড়কে ২০ কি.মি. যানজট
করোনা ভাইরাসের কারণে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে ঢাকামুখী লেনে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রবিবার রাত থেকে সোমবার (১৮ মে) দুপুর পর্যন্ত মালবাহী ট্রাক লরির দীর্ঘ যানজট দেখা যায় এ মহাসড়কে। চেকপোস্টের কারণে এ যানজট হয় বলে জানায় দাউদকান্দি হাইওয়ে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট আলমগীর হোসন জানান, যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় রাতে পণ্যবাহী যানবাহনের চাপ বাড়তে থাকে। আর রাজধানীতে প্রবেশের চেকপোস্টে যাত্রীবাহী প্রাইভেটকার, মাইক্রোবাস চালক যাত্রীরা বিভিন্ন সমস্যার কথাবার্তা বলে দীর্ঘসময় ক্ষেপণ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে।