কুমিল্লায় আরো ৮৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যার ৪১ জনই কুমিল্লা নগরীর। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১৪ জন।

এদিকে, করোনা জয় করে জেলার নাঙ্গলকোটের ২৩ জন নতুন করে সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৯৮ জন।
আর জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে এখন পর্যন্ত কুমিল্লায় করোনায় মৃতের সংখ্যা ৪৮ জন হলেও নতুন করে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (১২ জুন) বিকেল ৪ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত কুমিল্লা জেলায় ১৩ হাজার ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১১ হাজার ৫৮৮ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে করোনা পজিটিভ এসেছে ১ হাজার ৭১৪ জনের।

শুক্রবার নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ৪১, চৌদ্দগ্রামের ১৩, লাকসামের ১১, নাঙ্গলকোটের ৯, বরুড়ার ৫, মুরাদনগরের ৪ ও বুড়িচংয়ের ১ জন রয়েছেন।

আরো পড়ুন