কুমিল্লার লালমাইয়ে মাস্ক না পরায় জরিমানা
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাগমারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইয়াসির আরাফাত।
জানা গেছে, দুপুরে ওই এলাকায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং এর জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় ৮ জনকে মোট ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইয়াসির আরাফাত। একই সময় দণ্ডিত ব্যক্তিদের ও গরিব লোকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে দোকানে ক্রয়বিক্রয় করার জন্য ও বিকেল ৪টার পর দোকানপাট বন্ধ রাখার জন্য সবাইকে নির্দেশনা দেয়া হয়। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারকি করে চালক ও যাত্রীদেরও বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।