মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহিী রামচন্দ্রপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
শনিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজারের বাজার মসজিদ প্রঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় রামচন্দ্রপুর উত্তর এবং দক্ষিণ ইউনিয়নের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের সমাপ্তি এবং নতুন প্রকল্পের পরিকল্পনার কাগজপত্র স্থানীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেন সভার প্রধান অতিথি এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। জনসভা শেষে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ ব্যবসায়ীকে নির্মান সামগ্রী এবং চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ হারুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহযোগিতায় মুরাদনগরকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করেছি, উপজেলাবাসীকে শতভাগ বিদ্যুৎসহ নানা উন্নয়ন উপহার দিয়েছি, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি, সামনের দিন গুলোতে এ উপজেলার আরো ব্যাপক উন্নয়ন হবে ইনশাল্লাহ।
আওয়ামীলীগ নেতা আবুল হাসেমের সভাপতিত্বে মো: নাজমুল হক নাজিম এবং জসিম উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা আওয়ামীলীগ নেতা গোলাম ফারুক রানা, গোলাম সারওয়ার, বিশ্বজিৎ বিষু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন আল রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, জাকির হোসেন, নজরুল ইসলাম, রুহুল আমীন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুছা আল কবির, উত্তর জেলা মৎসজীবীলীগের সদস্য সচিব মোঃ রজিব মুন্সি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক সফিক তুহিন প্রমুখ।