জেল হত্যা দিবস উপলক্ষ্যে বুড়িচংয়ে আলোচনা সভা র্যালী ও দোয়া অনুষ্ঠিত
জাতীয় চার নেতা আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দীন আহম্মেদ, সৈয়দ নজরুল ইসলামকে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলের মধ্যে হত্যার করা হয়।
এই জেল হত্যার দিবসকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় জাতীয় চার নেতার হত্যার বিচারের দাবিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বরণসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বুড়িচং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২০) বিকেলে জেলার বুড়িচং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় চার নেতা জেল হত্যা দিবস পালিত হয়। স্বরণসভা ও দোয়ার মাহফিলে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী ও সংসদ সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি। উক্ত আলোচনা সভায় বুড়িচং উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আবুল হাশেম খান এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার বাছির খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আখলাক হায়দার।
এসময় বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও আ’লীগ নেতা আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী আবদুর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আলমগীর হোসেন, বুড়িচং উপজেলার ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুবলীগ নেতা হাজী বিল্লাল হোসেন ঠিকাদার, বুড়িচং উপজেলার শ্রমলীগের সভাপতি ওবাইদুল হক লিটন। এসময় উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, হাজী জলিল হোসেন, নেওয়াজ আলী সরদার, বুড়িচং সদর ইউনিয়নের আ’লীগ সভাপতি বাবু বিষ্ণু কুমার ভট্টাচার্য্য,বুড়িচং সদর ইউনিয়নের সাধারন সম্পাদক মাজেদ মেম্বার, পীরযাত্রাপুর ইউনিয়নের আ’লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার, ষোলনল ইউনিয়নের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মানিক, রাজাপুর ইউনিয়নের আ’লীগের সাধারন সম্পাদক পারভেজ খান, বাকশীমূল ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটন। যুবলীগ নেতা মাহাবুব আলম ওয়ালটন, হিমেল খান, ফারুক মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লেলিন টিপু, সাধারন সম্পাদক জাহিদ হাসান, ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক মো. সুমনসহ বুড়িচং উপজেলার আওয়ামীলাগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সামস্ তিবরীজ সাধকপুরী।