কুমিল্লার নিশ্চিন্তপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে এমপি বাহার
কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। গতকাল সোমবার বিকেলে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হোন্ডা শো-রুম সহ দোকানপাট সরজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা দেন এবং পাশে থেকে সর্বাত্মক সহযোগীতার আশ^াস দেন। এছাড়া ঘটনার নেপথ্যে কোন নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের জন্য কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিমউদ্দিন কে নির্দেশ দেন।
গত শনিবার (১৩ মার্চ) গভীর রাতে ময়নামতি ক্যান্টনমেন্টর পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় নিশ্চিন্তপুর (নামার বাজার) এলাকার বৃহত্তর ‘হুন্ডা মার্কেট’ হাজী মার্কেটে অগ্নিকান্ডে মোটরসাইকেলের শো-রুম সহ ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। রোববার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ২৫টি দোকান। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মতে, ক্ষতির পরিমাণ ৪ কোটি থেকে ৫ কোটি টাকা হবে।
এদিকে সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা সরজমিনে পরিদর্শনে যান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসময় আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল, উত্তর দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন, দুর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক ভূইয়া, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, হাজী মার্কেটের মালিক হাজী আবুল বাসার, হাজী ওমর ফারুক সহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন প্রমুখ।
হাজী বাহার এমপি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা দিয়ে বলেন, আমি আপনাদের পাশে রয়েছি। সাহস হারাবেন না। আপনাদের আবারো ঘুরে দাঁড়াতে সর্বাত্মক সহযোগীতা করা হবে।