কুমিল্লায় ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি
ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
ভোট শুরুর আগেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন নারীরা। তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁথুবী ইউনিয়নের বন্দিশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন প্রায় শতাধিক নারী ভোটার।
এ সময় গৃহবধূ সালেহা বেগম বলেন, ‘বেইন্নালা রাইন্ধা আইছি, ভোট দেয়াম। এরপর বাইত গিয়া ভাত খায়াম।’
ভোটকেন্দ্রে ষাটোর্ধ্ব আফিয়া খাতুন বলেন, ‘বেয়ানে ঘুমুত্তোন উঠঠা আইছি। বুট (ভোট) দেম।’
শাহপুর বন্দিশাহী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুর মোহাম্মদ নুরুল্লা জানান, কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৫৮। এর মধ্যে ১ হাজার ৪৫৩ জনই নারী ভোটার।
শাহপুর বন্দিশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
তিনি জানান, জেলায় উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। আমরা সেই পরিবেশ তৈরি করেছি। পুরুষের পাশাপাশি নারীরাও যেন সংকোচ ছাড়াই ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য আমরা তৎপর রয়েছি।’
কুমিল্লা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ‘বন্দিশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মতোই অন্য সব কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।’
কুমিল্লা আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।