কুমিল্লায় খাট থেকে পরে শিশুর মৃত্যু
কুমিল্লার হোমনা উপজেলায় ঘরের খাট খেকে পড়ে তাহসিন আহম্মদ নামের ১১ মাসের একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা আছাদপুর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মাহফুজা খানম।
ই শিশু উপজেলা আছাদপুর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক সৃত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় তাহসিন আহম্মদ ঘরের খাট থেকে পড়ে গেলে তার বাবা-মা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা হাবিবুর রহমান জানান, ছেলেটির দুদিন যাবত অসুস্থ। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াচ্ছি। জ্বর ভাল হয় না। আজ সকালে ডাক্তার দেখাতে যাবো বলে তার মা তাকে খাটের মধ্যে রেখে জামা-কাপড় আনতে যায়। এমন সময় খাট থেকে পড়ে যায়। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মাহফুজা খানম জানান, শিশুটি পথের মধ্যেই মারা যায়।