কুমিল্লায় ভাসুরের গোপনাঙ্গে আঘাত করে প্রাণ নিলেন ছোট ভাইয়ের স্ত্রী
কুমিল্লায় মাটি কাটা নিয়ে বিরোধের জেরে গোপনাঙ্গে আঘাত করে রিপন (৪৫) নামের এক মুদি দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন ওই এলাকার মোবারক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে রিপনের একটি মুদি দোকান রয়েছে। শুক্রবার মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে ওই নারী রিপনের ঘাড়ে ও গোপনাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরেই ওই নারীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে। জানতে পেরেছি, ওই ব্যক্তির ছোট ভাইয়ের স্ত্রী তার গোপনাঙ্গে আঘাত করেছেন। এরপরেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে।’