কুমিল্লায় অটোরিকশার চাপায় প্রাণ গেলো ব্যবসায়ীর
কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় আবু নাছের মুন্না (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ফৌজদারি এথনিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নাছের মুন্না নগরীর কাপ্তানবাজার এলাকার মো. জুলফু মিয়ার ছেলে। তিনি কান্দিরপাড়ে মুন্না হার্ডওয়্যারের ববসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খাওয়া শেষে নাছের মুন্না মোটরসাইকেলে করে দোকানে যাচ্ছিলেন। ফৌজদারি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তায় পড়ে যায়।
এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত আরেকটি অটোরিকশা তাকে চাপা দিলে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, লোকমুখে এমন একটি দুর্ঘটনার খবর জেনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।