কুমিল্লায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাটলা এলাকায় অ্যাপোলো হাসপাতালে ভুল চিকিৎসায় মেহেদী হাসান নামে ২৩ দিন বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক আবদুল মান্নানসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কুমিল্লার কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু মেহেদী হাসান জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা ফতেহপুর গ্রামের মো. আবু জাফরের ছেলে ।
নিহতের বাবা অভিযোগ করে জানান, গত রবিবার (১০ ডিসেম্বর) রাতে মেহেদীর জ্বর শুরু হয়। জ্বর না কমায় বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় একসঙ্গে ৩টি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই মেহেদীর মৃত্যু হয়। ঘটনার পরপরই হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়।
হসপিটালটি এর আগে সিলগালা করে দিয়েছিল প্রশাসন। পুনরায় তদবীর করে আবার চালু করে।
জানা যায়, এভাবেই ১২ বছর ধরে চলছে হাসপাতালটি। ১০ টি বেড থাকলেও কোন চিকিৎসক নেই। রোগী আসলে ফোন করে ডাক্তার আসে।
ইনচার্জ নূরুল ইসলাম জানান, শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতালের পরিচালক আবদুল মান্নান ও হাসপাতালের সঙ্গে জড়িত কুমিল্লা অ্যাপোলো এইচ ফার্মেসির মালিক হোমিও ডা. ইশরাত জাহানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগ সত্য হলে হাসপাতাল সিলগালা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।