কুমিল্লায় জুয়ার টাকার জন্য শ্বশুর বাড়ির গরু চুরি

সোমবার তখন বিকেল। ওই সময় দুই সহযোগীকে নিয়ে শ্বশুর বাড়ি যান রাসেল। একপর্যায়ে ওইদিন রাতে একটি গরু চুরি করে অটোরিকশায় নিয়ে পালিয়ে যান। কিন্তু হয়নি শেষ রক্ষা। পুলিশের চেকপোস্টে ধরা পড়েন তারা। শুধু তাই নয়, ওই গরু বিক্রি করে তারা জুয়া খেলত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বারে। এ সময় তাদের কাছ থেকে গরু এবং অটোরিকশাটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ধর্মপুর এলাকার বয়সী জুয়েল, সাতরা চম্পকনগর এলাকার মো. রাসেল ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় রাসেলের শ্বশুরবাড়ি। সোমবার বিকেলে রাসেল তার অন্য দুই সহযোগীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। একপর্যায়ে ওইদিন রাতে একটি গরু চুরি করে অটোরিকশায় নিয়ে পালানোর সময় দেবিদ্বার পুলিশের চেকপোস্টে ধরা পড়েন তারা। এ সময় তাদের কাছ থেকে গরু এবং অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, ওই গরু বিক্রি করে জুয়া খেলতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।

আরো পড়ুন