‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’ এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মারুফ অাহমেদঃ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার রাতে রাজধানীর নিউ ইস্কাটনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য (কুমিল্লা ৬) আ ক ম বাহাউদ্দিন বাহার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশিক্ষণ ও গবেষণা) প্রফেসর ডা. শহিদুল্লাহ শিকদার উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির আহবায়ক মোহাম্মদ ইমাম হোসাইন, প্রধান নির্বাহী শাকিলা সরকার, উপদেষ্টা জাকির হোসাইন, এড. শফিকুর রহমান, এ কে এম বশির উদ্দিন, আক্তার হোসাইন, শেখ বেলায়েত হোসেন, যুগ্ন আহবায়ক আলীয়ুল রাজু, বাহার উদ্দিন, আবু বকর সিদ্দিক, রাহাত চৌধুরী, আসিফ রিয়াজ, এ বি সজীব, তৌহিদুল ইসলাম, নাজমুল হক সজল, খালিদ সজীব, তানভীর সাকিব, সুলাইমান, সাঈদ চৌধুরী, সাহিদা আক্তার স্বর্ণা, রাখি, মাসুদ, জেসমিন, রিফাত চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক এ এইচ এম কামরুল হাসান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সালাহ উদ্দিন মাহমুদ সামির প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজকের বিজনেস বাংলাদেশ’র সম্পাদক ও জাতীয় যুব সংসদ বাংলাদেশ’র প্রধান সমন্বয়ক মেহেদী হাসান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য (কুমিল্লা-৬) আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা থেকে এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। সবাই মিলে চেষ্টা করলে পুরো দেশে এ সংগঠনটি ছড়িয়ে যাবে। আশা করছি এ সংগঠনটি বহুদূর এগিয়ে যাবে।