ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ময়নামতি বাজারে বিক্ষোভ মিছিল করছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি ময়নামতি গরুর বাজার থেকে শুরু হয়ে ময়নামতি ইউনিয়ন পরিষদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, ইসকনের উগ্র সন্ত্রাসীরা মঙ্গলবার আদালত চত্ত¡রে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করাছে, তারা মসজিদেও হামলা করেছে। ইসকন একটি জঙ্গি সংগঠন, ইসকন একটি ভারতীয় সংগঠন, ইসকন আওয়ামী লীগের সংগঠন, এরকম সংগঠনকে আমরা বাংলার মাটিতে থাকতে দেব না। ইসকনকে নিষিদ্ধ করে যারা সাইফুল ইসলাম আলীফের হত্যার সঙ্গে জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আরো একটি যুদ্ধ সংগঠিত করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেন। তারা আরো বলেন, আমরা প্রস্তুত আছি, আপনারাও প্রস্তুত থাকুন, যেকোনো সময় যুদ্ধের ডাক আসতে পারে। আপনাদের সঙ্গে নিয়ে প্রয়োজনে ছাত্র সমাজ আবার যুদ্ধ ঘোষণা করবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহব্বায়ক সাব্বির আহমেদ,যুগ্ম আহব্বায়ক জামিলুর রহমান তানিম,যুগ্ম মুখপাত্র আব্দুল্লাহ আল জুবায়ের,যুগ্ম সদস্য সচিব নিহাদ সিদ্দিকি,থানা অন্যতম সমন্বয়ক কাউসার আলম,সোহাগ হোসেন,ময়নাল হোসেন,ফজলে রাব্বি,আনোয়ারুল আজিম,সহ আরো অনেকে।

আরো পড়ুন