কুমিল্লায় চুরির অপবাদে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

কুমিল্লার বুড়িচংয়ে চুরির অপবাদে আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের সময় উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার যুবক জয় কুমার সাহা (৩২), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শীতলপুর গ্রামের বাসিন্দা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিলের ভেতরে আটক জয়ের শরীরে একযোগে দুটি কুকুর কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য চিৎকার করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্তদের শাস্তির দাবি ওঠে।
পরে শুক্রবার রাতেই র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলের নিরাপত্তাকর্মী শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিবকে গ্রেপ্তার করে। তারা নিজেরাই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছিল বলে জানা গেছে।
র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম শনিবার সকালে সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি সাকুরা স্টিল মিলে ডাকাতির একটি ঘটনা ঘটেছিল। এরপর থেকেই নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। শুক্রবার জুমার নামাজের সময় জয় মিলের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করে নিরাপত্তাকর্মীরা মারধর ও কুকুর লেলিয়ে নির্যাতন চালায়।
তিনি আরও জানান, জয় একজন ভাঙ্গারি ব্যবসায়ী, ঘটনাস্থলের বাইরে তার ভ্যান পাওয়া গেছে। তবে তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের তথ্য পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। আহত অবস্থায় তাকে চিকিৎসা দিয়ে পরে থানায় হেফাজতে রাখা হয়েছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “নির্যাতনের শিকার জয় তিন নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
