কুমিল্লায় সাবেক রেলপথমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর পিস্তল বারেক গ্রেপ্তার

নাশকতা পরিকল্পনা করতে ঢাকা থেকে কুমিল্লা আসার পথে সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হকের ঘনিষ্ঠ সহচর আব্দুল বারেক ওরফে পিস্তল বারেক (৫৫)কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা চেক পোস্ট এলাকায় দাউদকান্দি মডেল থানার এসআই রবিউল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যদের বিশেষ অভিযানের সময় বারেককে আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি এম. আব্দুল হালিম জানান, বারেক দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকার লালমাটিয়া থেকে আত্মগোপনে থেকে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও মানবপাচারের পরিকল্পনা করে আসছিল। তার নামে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র, হত্যা এবং মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
আটককৃত বারেক কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সাতঘড়িয়া (সমেশপুর) গ্রামের মোহাম্মদ আলীর বড় পুত্র। পুলিশ তাকে রাতেই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছে।
