কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় নেশার জন্য টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার দায়ে জাকির হোসেন নামে মাদকাসক্ত ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লার চতুর্থ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুন নাহার বেগম শিউলি বুধবার দুপুরে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার সাতবাড়িয়া গ্রামের জাকির হোসেন (৩০) ২০১৬ সালের ১৭মে তার মা মিনুয়ারা বেগমের (৫২) কাছে নেশার জন্য টাকা চায়। কিন্তু তার মা টাকা দেননি। এতে জাকির ক্ষিপ্ত হয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে।

সরকার পক্ষের পিপি অ্যাডভোকেট রাজ্জাকুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় জাকিরের ছোট ভাই শাকিল বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডদেশ দেন।

আরো পড়ুন