কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনার
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বিভাগ দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ অধ্যয়ন; পেশা কি শুধু সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলামুর রহমান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দিন ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসাইন।
বিভাগীয় প্রধান মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
সেমিনারে আলোচকরা বলেন, পেশাদারিত্বে উৎকর্ষ সাধনে যুক্তি নির্ভর সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় হতাশার কিছু নেই, আমরা বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠতে চাই। অফুরন্ত প্রাণ শক্তি নিয়ে আমরা যোগ্যতার সাথে টিকে থাকবো।
এর আগে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে একটি আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন অতিথি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।