বুড়িচংয়ে আ’লীগের প্রার্থী হাশেম খান ও বিদ্রোহী প্রার্থী আখলাক হায়দারদের মনোনয়ন পত্র দাখিল
বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধিঃ সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরুল হাসান ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার,নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লার নিকট দাখিল করেন। বুড়িচংয়ে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
সকালে আ’লীগের মনোনীত প্রার্থী,উপজেলা আ’লীগের আহবায়ক জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড.আবুল হাশেম খাঁন দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরুল হাসান ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার,নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লার নিকট দাখিল করেন।
দুপুরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি,বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক মো:আখলাক হায়দার চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলো মোকাম ইউনিয়নের নিমসার গ্রামের মো:গোলাম ফারুক,বুড়িচং উপজেলা সদরের মতিউর রহমান খাঁন রুমেল ,একই এলাকার মতিউর রহমান আলী,ষোলনল ইউনিয়নের রামনগর গ্রামের মো:আলমগীর হোসেন,খাড়াতাইয়া গ্রামের মো:জসীম উদ্দিন,গাজীপুর গ্রামের মো:বিল্লাল হোসেন,বুড়িচং সদরের মো:ইকবাল হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান হলো সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী বুড়িচং উপজেলা সদরের নাদেরা পারভীন আক্তার,উপজেলা মহিলা আ’লীগের সেক্রেটারি ও রামপুর গ্রামের সালমা আক্তার পারভীন, বুড়িচং উপজেলা সদরের পান্না আক্তার।