কুমিল্লায় গরমে অসুস্থ হয়ে ২০ শিক্ষার্থী হাসপাতালে

কুমিল্লায় দাউদকান্দিতে চারটি বিদ্যালয়ে মোট ২০ শিক্ষার্থী প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জুন) উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ‍্যালয়, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ‍্যালয়, চিনামুড়া উচ্চ বিদ‍্যালয় ও চশই উচ্চ বিদ‍্যালয়ে এ ঘটনা ঘটে।

২০ শিক্ষার্থী অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে ১২ জনকেই দাউদকান্দি উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ১০ জন চিকিৎসা নিয়ে চলে যায়।

উল্লেখ‍্য, মঙ্গলবার (৬ জুন) অতিরিক্ত গরমে গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ‍্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী হাবিবার মৃত্যু হয়।

চিনামুড়া এলএন উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ওহি (১৫) এবং চশই উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তিথি ভর্তি রয়েছে। বিদ‍্যালয়গুলোর আজকের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী দিনও পরীক্ষা বন্ধ থাকবে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. শামীম আলম, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, দাউদকান্দি উপজেলা চেয়ারম‍্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে আসেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার কল‍্যাণ কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, ভ্যাপসা গরমে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ছে।

আরো পড়ুন