কুমিল্লায় ‘নৌকা মার্কার’ গান বাজানোর কারণে শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ গান বাজানোর দায়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নাঙ্গলকোট উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক।
জানা গেছে, শনিবার বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয় ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গানের তালে তালে নৃত্যের সঙ্গে ডিসপ্লে প্রদর্শন করে। এ সময় নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের পক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীকের গান ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ এর তালে তালে নৃত্য প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গানটি বন্ধ করে দিয়ে ওই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ওই জরিমানা পরিশোধ করেন।