ভোগান্তির শেষ নেই ব্রাহ্মণপাড়া দুলালপুর – বালিনা সড়ক
বেশ কয়েক বছর যাবত সড়কে বিভিন্ন অংশের দুই পাশ ভেঙে খালের সাথে বিলিন হয়ে গেছে। এ সড়কের মাঝে রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে মরন ফাঁদ সৃষ্টি হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর – বালিনা সড়কে দীর্ঘ কয়েক বছর যাবত এ এলাকার ১০ গ্রামের মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর, বালিনা, সিগারচাড়া, এবং দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ,সুলতানপুর, সুবিল, এগারগ্রাম,ও উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া, পূর্ব পোমকাড়া,বেড়াখোলা, সিদলাই সহ প্রায় ১০ গ্রামের মানুষ প্রায় দিন এ সড়ক দিয়ে চলাচল করে, এ রাস্তার ইটগুলি ভেঙে এবং সড়কটি ধসে সম্পুর্ন চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজি, অটোরিকশা, পিকাবভ্যান, মিনিট্রাকসহ শতশত যানবাহন চলাচল করতে দেখা যায়। যানবাহন দুটি ক্রসিং করার সময় উল্টে খালে পড়ে যেতে ও দেখা যায়।
এ ব্যপারে পোমকাড়া গ্রামের পথচারী আবদুল মান্নান বলেন, আমাদের উপজেলার সাথে সংযোগ সড়ক এটি। এ সড়কের মত এত খারাপ সড়ক আমার জানা মতে কোন উপজেলায় নেই। অন্যদিকে সিএনজি চালক আহাদ মিয়া বলেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করি এবং প্রায় দিনই ছোট খাট দূর্ঘটনার স্বীকার হই।
এ ব্যপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বলেন, এ সড়কের কাজটি শুরু হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে আশা করি সাধারণ মানুষের ভোগান্তি শেষ হবে।