বিপিএলে কুমিল্লা মাতাবেন যারা
সরাসরি চুক্তিতে কোন দলে না যাওয়ায় বিপিএলের ড্রাফটে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রে ছিলেন লিটন দাস। ড্রাফটে প্রথমেই খেলোয়াড় ডাক দেওয়ার সুযোগ পেয়েই তাকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের প্রথম সুযোগে মুশফিকুর রহিমকে দলে নিয়েছে সিলেট স্টাইকার্স।
মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকা ডমিনেটর্স দলে ভেড়ায় মোহাম্মদ মিঠুনকে, খুলনা টাইগার্স নেয় মোহাম্মদ সাইফুদ্দিনকে, ফরচুন বরিশালে দল পান অভিজ্ঞ মাহমুদউল্লাহ, রংপুর রাইডার্সে শেখ মেহেদী হাসান।
দ্বিতীয় ডাকে খুলনায় ইয়াসির আলি, সিলেটে নাজমুদ হোসেন শান্ত, বরিশালে মেহেদী হাসান মিরাজ, চট্টগ্রামে শুভাগত হোম চৌধুরী, কুমিল্লায় মোসাদ্দেক হোসেন সৈকত, রংপুরে হাসান মাহমুদ ও ঢাকায় দল পান সৌম্য সরকার।
এক নজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডঃ
মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোঃ আশিকুর জামান, জাকের আলি অনিক, সৈকত আলী, আবু হায়দার রনি, মোঃ মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, মাহিদুল ইসলাম অংকন।
ব্রেন্ডন কিং, মোঃ রিজোওয়ান, শাহীন শাহ আফ্রিদী, খুশদিল শাহ, হাসান আলী, আবরার আহমেদ, জস কব, মোঃ নবী, সেন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ালটন।