সদর দক্ষিণে স্কুল ফিডিং কর্মসূচি পালিত
সদর দক্ষিণ প্রতিনিধিঃ বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ এ শ্লোগানকে ধারণ করে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উদ্যোগে বুধবার সদর দক্ষিণের শ্রীমন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ফিডিং বিতরণ করা হয়।
কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক (এ/পি) কৃষিবিদ শাহজামান খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আতিক হাসনাত,২২নং ওয়ার্ড কাউন্সিলর শাহআলম মজুমদার।
এ সময় শ্রীমন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের এসও সাহেদ আহমেদ,এফএ(এআই) মোঃ মোবারক হোসেন, সমাজ সেবক মনোয়ার হোসেন,জামাল ভূঁইয়া,শরিফ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।